অদ্ভুতুড়ে 1:34 AM
রাম গোপাল ভার্মা দুই বছর পর আবারও সিনেমা নির্মাণ করছেন 


জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা দুই বছর পর আবারও সিনেমা নির্মাণ করছেন। আর এরই মধ্যে গত রবিবার তিনি তার নতুন সিনেমা ‘সিক্রেট’ এর প্রথম পোস্টার উন্মোচন করলেন।

রাম গোপাল ভার্মা সর্বশেষ পরিচালনা করেছিলেন ‘সত্য টু’ যা ২০১৩ সালে মুক্তি পেয়েছিল যদিও তা আশানুরূপ ফল করতে পারেনি। ৫৩ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা টুইটারে ‘সিক্রেট’ এর প্রথম ছবিটি প্রকাশ করেন।
সাইকোলজিক্যাল রোমান্স ভিত্তিক এই সিনেমার নাম আগে নির্ধারণ করা হয়েছিল ‘দি অ্যাফেয়ার’। পরে অবশ্য নামটি পরিবর্তন করা হয়। সিনেমাটিতে অভিনয় করছেন শচিন জোশি, কায়নাত আরোরা, টিসকা চোপড়া এবং মীরা চোপড়া।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.