![]() |
রেডিও স্টেশনে রেডিও জকি হয়ে কাজ করবেন শিল্পা শেঠী |
সম্প্রতি লন্ডনের এক রেডিও স্টেশনে রেডিও জকি হয়ে কাজ করবেন তিনি এমনটাই জানা গেছে। অনুষ্ঠানটির সম্ভাব্য নাম “গুড মর্নিং লন্ডন”। লন্ডনের এক নামকরা রেডিও স্টেশন “রেডিও ২” থেকে শিল্পার কাছে একটি অফার আসে। যেখানে তার পছন্দের গান শোনানোর পাশাপাশি জানাতে হবে নিজের জীবনের নানা খুঁটিনাখুটি বিষয়। এই মুহূর্তে লন্ডনে থাকায় এই অফারে রাজি হয়ে যান শিল্পা। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে শো-এর রেকর্ডিংও।
আগামী সেপ্টেম্বর মাস থেকে এয়ার হবে এই শো-টি। উল্লেখ্য, নায়িকা থেকে মা ও বিজনেস ওম্যান সব চরিত্রেই নিজেকে দক্ষতা প্রমাণ করেছেন শিল্পা। এখন দেখার রেডিও জকি হিসাবে তিনি কতটা সফলতা পান।
Post a Comment