![]() |
| এ আর রহমান কে নিয়ে হোয়াইট হাউসে তথ্যচিত্র |
মার্কিন রাষ্ট্রপতির বাসভবন হোয়াইট হাউসে অস্কার ও গ্র্যামিজয়ী ভারতের সঙ্গীত পরিচালক এ আর রহমানের জীবনীভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে। বিশ্ববিখ্যাত এই সঙ্গীতজ্ঞের সঙ্গীতজীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন উমেশ অগ্রবাল। গানের নিজস্ব শৈলী, পূর্বের সংবেদনশীলতার সঙ্গে পশ্চিমা প্রযুক্তির মেলবন্ধন রহমানের সঙ্গীতধারাকে অন্য মাত্রায় পেঁৗছে দিয়েছে। ৪৮ বছর বয়সী এই সঙ্গীত জাদুকর নিজেই টুইটারে হোয়াইট হাউসে তার তথ্যচিত্র প্রদর্শনের কথা জানিয়েছেন। এছাড়া ওয়াশিংটনের সাংস্কৃতিক কেন্দ্রভূমি ভিয়েনার কাছে ওল্ফট্র্যাপ নামক স্থানে তার একটি কনসার্টও রয়েছে। রহমান ফেসবুকে তার অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ওল্ফট্যাপের ইতিহাসে তার এই পারফরম্যান্সটি রেকর্ড গড়তে চলেছে।

Post a Comment