অদ্ভুতুড়ে 1:00 PM
প্রীতি ভাটিয়া কোটি টাকায় জামিন পেলেন
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার ভুবনেশ্বরের বিশেষ আদালতে জামিনের বন্ড হিসেবে এক কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকার ব্যাংক ড্রাফট দাখিল করলেন মুম্বাইয়ের মডেল এবং টি ভি সিরিয়ালের প্রযোজক প্রীতি ভাটিয়া।‌ অর্থ-তত্ত্ব নামে একটি চিটফান্ডের টাকা কেলেঙ্কারির অভিযোগে ২০১৪ সালের ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে।‌ চলতি বছর ১৬ মার্চ তাঁর জামিনের আবেদন নাকচ করে উড়িশ্যা হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।‌ এই আবেদনের ভিত্তিতেই গত মাসে সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের মধ্যে প্রীতিকে এক কোটি ১৭ লাখ টাকা আদালতে জমা করার নির্দেশ দেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.