অদ্ভুতুড়ে 12:19 PM
চলচ্চিত্রে নতুন জুটি আনিকা ও মামুন
চলচ্চিত্রে পা রাখতে চলেছেন আনিকা সুলতানা এবং মামুন খান। সাজ্জাদ রাহমান এর নতুন ছবি ‘অ্যাকশন হিরো’তে জুটি বাঁধছেন এই জুটি।
ছবির পরিচালক সাজ্জাদ রাহমান বলেন, বর্তমানে আমাদের দেশে একশন হিরো হিসেবে তেমন কেউ দর্শকের মন ভরাতে পারেনি, ঠিক এ সসময় মামুন সে অভাব পূরণে করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, এছাড়া মিষ্টি মেয়ে আনিকার অভিনয় সকলের হৃদয় কাড়বে এতে কোনো সন্দেহ নেই।
উল্লেখ্য আগামী কয়েকদিনের মধ্যেই অ্যাকশন হিরো ছবির কাজ শুরু হবে বলে জানা গেছে। ছবিতে আরো অভিনয় করেছেন রুবেল, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.