অদ্ভুতুড়ে 6:27 AM


হংকং পিৎজা এক অভিনব ব্যাবস্থা করেছে যার দ্বারা আপনার ফোন কে মুভি প্রজেক্টর-এ রুপান্তর করবে । যা আপনার পিৎজা খাওয়ার আনন্দ মুহূর্তকে বহুগুনে বাড়িয়ে দিবে । আপনি মোবাইল ফোন দিয়ে যেকোনো মভি বা ভিডিও প্লে করে দেখতে পারবেন । হংকং পিৎজা এর মার্কেটিং পলিসিটা সত্যি অসাধারন ।

পিৎজা বক্স মুভি প্রযেক্টরটি বেশ সুনিপুন। এটির মধ্যে একটি বিশেষ ভাবে নকশা করা পিৎজা টেবিল থাকে। সাদা রঙের  বিশেষ ট্রেটি  পিৎজাটিকে নির্দিষ্ট স্থানে ধরে রাখে। বক্সের সামনের দিকে একটি প্রযেক্টর লেন্স লাগানো থাকে। মোবাইলের মাধ্যমে বক্সের গায়ের QR কোড স্ক্যান করে পিৎজা থীম মুভির ওয়েব সাইট থেকে মুভি  নির্বাচন করে মোবাইলটি পিৎজা  টেবিলের সাথে স্থাপন করলেই দেখতে পাবেন মুভি।

কিন্তু অনেকে বলছে পিৎজা বক্স এর ইমেজ কোয়ালিটি নাকি অনেক খারাপ । আবার কেউ বলছে বক্সে মোবাইল রাখার ফলে পিৎজার গন্ধ পাওয়া যায় পরবর্তীতে । সাউন্ড টা একটু কম পাওয়া যাবে কেনোনা মোবাইল টা পিৎজা বক্স এর মধ্যে থাকবে ।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.