![]() |
চুম্বনে তুমুল হিট কাটরিনা কাইফ ও দীপিকা পাড়–কোন |
পর্দায় অনেকবার একে অপরকে চুমু খেয়েছেন এই যুগল। আর তাদের রসায়ন নিয়ে আলোচনাও ছিল ব্যাপক। অবশ্য সালমানের সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর বর্তমানে রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। শোনা যাচ্ছে পরের বছর বিয়েটাও সেরে ফেলতে চান এই যুগল। পর্দায় একাধিকবার চুম্বন করতে দেখা গেছে কাটরিনা ও রণবীরকে। তবে সালমান-কাটরিনার মতো হিট না হলেও পর্দায় কাটরিনা-রণবীর কেমিস্ট্রি নেহায়েত মন্দ নয়।
একসময় রণবীরের নামে ট্যাটু নিজের শরীরে এঁকেছিলেন দীপিকা। রিয়েল লাইফে ভালোবাসা এতটাই ছিল যে, পর্দায় ঝলক দেখা যেত তার। পর্দায় দীপিকা-রণবীরকে চুমু দিতে দেখা গেছে বহুবার। তবে সম্পর্ক ভাঙনের পরে একটুও ভাটা পড়েনি এ রসায়নে। তাই এখনও হিট এই জুটি। চলতি বছরেও নতুন ছবি ‘তামাশা’-তে দেখা যাবে তাদের ঘনিষ্ঠতা। এদিকে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর রণবীর সিংয়ের প্রেমে মজেছেন দীপিকা। ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবিতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে চুম্বন দৃশ্যের মধ্য দিয়ে। আর সে চুম্বন হাজারও আলোচনার জন্ম দেয়।
Post a Comment