![]() |
| আমি ভালোবেসে বিশ্বাস করেছি, বোকামি করেছিঃ সাদিয়া জাহান প্রভা |
২০১০ সালে জনপ্রিয়তায় শীর্ষে থাকা সাদিয়া জাহান প্রভার একটি ভিডিও ফুটেজ তছনছ করে দেয় তার ব্যক্তিগত জীবন পেশাগত ক্যারিয়ার। রাজীবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক থাকলেও অপূর্বকে বিয়ে করে ফেলেন তিনি। এরপর প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের দু'জনের গোপন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন রাজীব।
চারিদিকে সমালোচনার ঝড় বইয়ে যায়। জনপ্রিয়তায় আকাশ থেকে পাতালে অবনমন ঘটে প্রভার। অপূর্বর সঙ্গেও হয়ে যায় ছাড়াছাড়ি।
পরবর্তীতে আবারো বিয়ে করেন প্রভা। জামাইকে মানিয়েই মিডিয়া জগতে প্রত্যাবর্তন করেন। এরই মধ্যে তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন এমন এক কথায়, যা নিয়ে হতবাক, বিস্মিত মিডিয়া জগত ও মিডিয়াপ্রেমী সবাই।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার অতীত জীবন নিয়ে আবারো মুখ খুললেন তিনি। প্রভা লেখেন,"খারাপ মেয়ে বলার আগে একটু আমাকে নিয়ে ভেবে দেখুন"!
ফেসবুকে সম্প্রতি প্রভাকে নিয়ে নাদিয়া ইসলাম নামে এক লেখিকার লেখার সূত্র ধরে প্রভা তার ফেসবুকে জানান,"আমি বাঁচতে চাই। আমি খারাপ না। আমি ভালোবেসে বিশ্বাস করেছি। বোকামি করেছি। কিন্তু সেটা অন্যায় না। প্লিজ আমাকে খারাপ মেয়ে বলার আগে একটু আমাকে নিয়ে ভেবে দেখো। প্লিজ!"

Post a Comment