 |
লাক্স তারকা হওয়ার আগেই অপূর্বর ভক্ত ছিলেন অপর্ণা |
লাক্স তারকা হওয়ার আগেই অপূর্বর ভক্ত ছিলেন অপর্ণা। আবার লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার সময় গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় অপূর্বর সঙ্গে অভিনয় করার সুযোগও হয়ে ওঠে তার। বিষয়গুলো যেন অপর্ণার কাছে তখন স্বপ্নই লাগছিল। স্বপ্নের সেই পথে চলার পর কেটে গেছে অনেক বছর। এরই মধ্যে জুটিবদ্ধ হয়ে বেশকিছু একক নাটক ও টেলিফিল্মে অভিনয়ও করেছেন তারা দুজন। আবার তারা একসঙ্গে আসছে ঈদ উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘জোছনায় অজানা পথ চলা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোমিনুল হক। টিভি নাটকে মূলত অপূর্ব ও অপর্ণা জুটিবদ্ধ হয়ে কাজ করেন শামীম আরা বেবীর নির্দেশনায় একটি নাটকে। সর্বশেষ মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘মাই লাইফ’ নাটকে তারা কাজ করেন। অপর্ণা অভিনীত ‘সূতপার ঠিকানা’ চলচ্চিত্রটি গত মা দিবসে মুক্তি পায়। চলচ্চিত্রে অপর্ণার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। এছাড়া সম্প্রতি অপর্ণা গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। এদিকে আসছে ঈদের পর অপূর্ব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তি পাবে। আর এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘লেক ড্রাইভ লেন’ ধারাবাহিক নাটকটি। এছাড়া অপর্ণা অভিনীত ‘আদর্শলিপি’, ‘অপূর্বা’ দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।
Post a Comment