 |
| রজনীকান্তের বিপরীতে অভিনেত্রী বিদ্যা বালান |
ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়–কোন এবং সোনাক্ষি সিনহার পর এবার সুপারস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। এরই মধ্যে বিষয়টি অনেকটা পাকাপাকি হয়েছে। পি এ রণজিতের পরবর্তী ছবিতেই রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে জুটিবেঁধে অভিনয় করতে দেখা যাবে। এদিকে অনেক আগে থেকেই তামিল ছবি ও তারকাদের প্রতি দুর্বল বিদ্যা। কয়েকটি তামিল ছবিতে অভিনয়ও করেছেন তিনি। অন্যদিকে রজনীকান্ত তার অনেক প্রিয় একজন অভিনেতা। অভিনয়ে প্রবেশের সময়ই বিদ্যার স্বপ্ন ছিল রজনীকান্তের সঙ্গে অভিনয় করার।
 |
| রজনীকান্তের বিপরীতে অভিনেত্রী বিদ্যা বালান |
এবার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। প্রিয় অভিনেতার সঙ্গে অল্প কিছু দিনের মধ্যেই অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এটি হবে মূলত বলিউডের ছবি। বিভিন্ন ভাষায় এর ডাবিং করা হবে। জানা গেছে, ছবিতে বিদ্যার সঙ্গে একাধিকবার রোমান্স করতে দেখা যাবে ষাটোর্ধ্ব রজনীকান্তকে। এরই মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য রজনীকান্ত রাজি হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এর শুটিং শুরু হবে। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, রজনীকান্তর স্টাইল আমার অনেক ভাল লাগে। তার সঙ্গে কাজ করব এমন স্বপ্ন আমার অনেক দিনের। তবে তিনি যেহেতু ছবি অনেক কম করেন, তাই আমার স্বপ্নটা অধরাই থেকে যাবে ভেবেছিলাম। এবার সত্যি সত্যি তার সঙ্গে অভিনয় করব। রোমান্স করব। ভাবতেই ভাল লাগছে। তাছাড়া এ ছবির গল্পও অনেক চমৎকার। আশা করছি অনেক ভাল কিছু হবে।
Post a Comment