অদ্ভুতুড়ে 3:39 PM
কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ

কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় নবজাতক। তিনা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
সন্তান নিয়ে শিগগিরই বাসায় ফিরবেন রিয়াজের স্ত্রী মডেল ও অভিনেত্রী তিনা।
বাবা হওয়ার অনুভূতি জানানে গিয়ে রিয়াজ বলেন, 'বাবা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। এটা অনেক আনন্দের বিষয়। সবার কাছে একটাই প্রত্যাশা। আমাদের মেয়ের জন্য সবাই দোয়া করবেন।'

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.