অদ্ভুতুড়ে 2:36 PM
তেলেগু অভিনেত্রী দেহ ব্যবসায়
গোয়ায় দেহ ব্যবসা চক্রের কবল থেকে এক তেলগু অভিনেত্রীকে উদ্ধার করল পুলিশ। গোয়ার একটি পাঁচ তারা হোটেলে হানা দিয়ে ওই অভিনেত্রীকে উদ্ধার করে পুলিশ। ওই অভিনেত্রীকে অবশ্য স্বল্প সময়ের জন্য দেখা গে রূপালি পর্দায়। পুলিশ ইন্সপেক্টর সিদ্ধান্ত শিরোদকর জানিয়েছেন, মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। তার আগে পুলিশ ওই হোটেলে ছদ্মবেশী ক্রেতা পাঠায়।

শিরোদকর আরও জানিয়েছেন, ওই চক্রের পাণ্ডা আয়েশা সইদকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিনেত্রীকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আয়েশা ওই অভিনেত্রীকে অভিজাত রিসোর্টে দেহ ব্যবসার প্রস্তাব দিয়েছিল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.