|
| | চাঁদ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি: ১৯৬৮ সালের অ্যাপোলো ৪ এর মিশনের কল্যাণে তোলা প্রথম চাঁদ থেকে তোলা পৃথিবীর ছবি। |
 | প্রথম আলোকচিত্র: ছবিটি তোলা হয়েছে আনুমানিক ১৮২৬ অথবা ১৮২৭ সালে।ফরাসি বিজ্ঞানী নিসেফর নিপসে ছবিটি তোলেন।এখন এখন পর্যন্ত টিকে থাকা এটিই প্রাচীন আলোকচিত্র।এটাকে বলা হয়ে থাকে “হ্যালিগ্রাফ”। |
| | প্রথম শহরের আলোকচিত্র: প্যারিসের ব্যস্ত রাস্তায় ১৮৩৮ সালে ছবিটি তোলেন লুই দাগুয়েরে। |
| | প্রথম সেলফি: বিশ্বের প্রথম সেলফি তোলেন রবার্ট কর্ণীলিয় ১৮৩৯ সালে। |
| | প্রথম প্রাকৃতিক দৃশ্যের রঙিন ছবি: বিশ্বের প্রথম প্রাকৃতিক দৃশ্যের রঙিন ছবি তোলেন লুই আর্থার ১৮৭৭ সালে ফ্রান্সে। |
Post a Comment