ফাল্গুনী হামিদ, তনিমা হামিদ ও মৌটুসী বিশ্বাস। তিন প্রজন্মের তিন তারকা। সম্প্রতি এ তিন তারকা একসঙ্গে একটি নাটকে কাজ করেছেন। প্রায় এক বছর পর ফাল্গুনী হামিদ আরও একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘স্বপ্নের ইরাবতী’।
এর মূল গল্প ফাল্গুনী হামিদের মেয়ে তনিমা হামিদের। নাট্যরূপ দিয়েছেন আবির হাসান চৌধুরী। নাটকের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস। নাটক প্রসঙ্গে ফাল্গুনী হামিদ বলেন, ‘তনিমার গল্প ভাবনাটা খুবই চমৎকার। তাই অনেক আগ্রহ নিয়ে কাজটি করছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’ তের পর্বের এ ধারাবাহিকে তনিমা হামিদ নিজেও অভিনয় করছেন। তিনি বলেন, ‘মায়ের আগ্রহেই আসলে আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছি। কারণ সংসার, সন্তান, চাকরি- সবমিলিয়ে অভিনয়ের জন্য আলাদাভাবে সময় বের করা সত্যিই কঠিন। যেহেতু গল্পটি আমার, তাই লাইলী নামের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ মৌটুসী বিশ্বাস বলেন, ‘বলা যায় আমার অনেক দিনের স্বপ্নপূরণ হল ফাল্গুনী দিদির নির্দেশনায় কাজ করে। তার ইউনিট এত গোছানো এবং তিনি এত যত্ন নিয়ে কাজ করেন যে আমি মুগ্ধ না হয়ে পারিনি। সত্যিই কাজটি করে আমি ভীষণ তৃপ্ত।’ আমি নিজেও এটি প্রচারের অপেক্ষায় থাকব। বাংলাদেশ টেলিভিশনসহ আরও তিনটি চ্যানেলে ‘স্বপ্নের ইরাবতী’ ধারাবাহিক নাটকটি শিগগিরই প্রচার শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
Post a Comment