অদ্ভুতুড়ে 10:37 AM
অভিনেত্রী স্যান্ডা বুলক সবচেয়ে সুন্দরি নারী







পিপল ম্যাগাজিনের এক জরিপে এ বছর বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পেয়েছেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক।

গিনেথ পালট্রো, লুপিতা নিয়ঙ্গর পর এবার পিপল ম্যাগাজিনের এই সম্মাননা পেলেন ৫০ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

এর প্রতিক্রিয়ায বুলক বলেন, "না সত্যিই। খবরটা শুনে আমি বললাম, এ আবার হতে পারে না কি! আমি এখনও কাউকে এ কথা বলিনি।"

কিন্তু ৫ বছর বয়সী লুই বুলকের ৫০ বছর বয়সী মা সৌন্দযর্ নিয়ে কি ভাবেন?

"প্রকৃত সৌন্দযর্ নিশ্চুপ থাকে। বিশেষ করে এরি শহরে, এটা না বলে থাকা খুবই কঠিন যে, 'ওহ, আমাকে ওরকম দেখাতে হবে'। না, ভাল মানুষ হন, ভাল মা হন, দুপুরের খাবারটা ভালভাবে তৈরি করুন। কাউকে দেখে যদি মনে হয় সে খুবই তাড়ায় আছে তাকে লাইনে আপনার সামনে দাঁড়াতে দিন।"

আরও বললেন, যারা সুন্দরী হওয়ার চেষ্টা করে না তারাই তার কাছে সুন্দর।

অভিনেত্রী হিসেবে বুলকের ক্যারিয়ার শুরু হয় ১৯৮৭ সালে। ২০০৯ সালে 'দ্য ব্লাইন্ড সাইড' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার পান তিনি।


বুলকের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হল ২০১৩ সালে মুক্তি পাওয়া সাই-ফাই 'গ্র্যাভিটি'। এ সিনেমার জন্য দ্বিতীয়বারের মত অস্কার মনোনয়ন পান বুলক।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.