![]() |
| মুক্তি পেয়েই রেকর্ড বুকে 'অ্যাভেঞ্জার্স এজ অব আলট্রন |
হলিউডের হলে নতুন কোনো ছবি আসা মানেই রেকর্ড ভাঙার হাড্ডা-হাড্ডি লড়াই শুরু হয়। এদিকে গত শুক্রবার মুক্তি পেয়েই বাজিমাত করল অ্যাভেঞ্জারস ছবিটির সিক্যুয়েল অ্যাভেঞ্জার্স 'এজ অব আলট্রন'। মুক্তির তিন দিনের মাথায় ছবিটি জায়গা করে নিয়েছে হলিউড বক্স অফিসের শীর্ষে। তবে, ভাঙতে পারেনি মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ডটি।
চলুন দেখে আসি এ সপ্তাহের বক্স অফিসের শীর্ষ পাঁচে রয়েছে কোনো ছবিগুলো। মুক্তির পর এক মাস পেরিয়ে গেলেও এখনও বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখেছে ড্রিমওয়ার্কস এনিমেশনের ছবি হোম। অদ্ভুত আর বিচিত্র এক এলিয়েনের নিজ ভূমি ছেড়ে হঠাৎ পৃথিবীতে এসে পড়ার মজার কাহিনী নিয়ে গড়ে ওঠা হোম ছবিটি গেল সপ্তাহে ৩৩ লাখ ডলার আয় করে রয়েছে বক্স অফিসের পাঁচ নম্বরে। বক্স অফিসের চতুর্থ স্থানে রয়েছে অ্যাকশন কমেডি ঘরানার ছবি পল বার্ট: মল কপ টু ছবিটি।
গেল সপ্তাহে ছবিটির আয় ৫৪ লাখ ডলার। হলিউডের অন্যতম ব্যবসা সফল ছবি ফাস্ট এন্ড ফিউরিয়াস সিরিজের সিক্যুয়েল ফিউরিয়াস সেভেন ছবিটি এখনও বক্স অফিসে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে। গেল সপ্তাহে মোট ৬১ লাখ ডলার আয় করে ছবিটির অবস্থান বক্স অফিসের তিন নম্বরে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে বক্স অফিসের দুই নম্বর অবস্থানটি দখল করে নিয়েছে ড্রামা ও রোমান্স ঘরানার দ্য এইজ অব অ্যাডেলাইন ছবিটি। গেল সপ্তাহে যার আয় ৬৩ লাখ ডলার।
গত শুক্রবার মুক্তি পেয়ে এরিমধ্যে বাজিমাত করে ফেলেছে বহুল প্রতীক্ষিত অ্যাভেঞ্জার্স ছবিটির সিক্যুয়েল অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন ছবিটি। মুক্তির পর মাত্র তিনদিনে ১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসের শীর্ষে অবস্থান এই ছবিটির। বক্স অফিসে ঝড় তুললেও অ্যাভেঞ্জার্স এবারের ছবিটি ভাঙতে পারেনি মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের নিজেদেরই করা আগের রেকর্ডটি। ২০১২ সালে অ্যাভেঞ্জারস ছবিটির প্রথম তিনদিনের আয় ছিল ২০ কোটি ৭০ লাখ ডলার। তবে, মোট আয়ের দিক থেকে এইজ অব আলট্রন ছবিটি অ্যাভেঞ্জার্সের আগের ছবিটিকে ছাড়িয়ে যাবে বলেই বিশ্বাস সবার।

Post a Comment