![]() |
| পর্নোপর্নোগ্রাফার পরিচয়ই সানি লিওনের বড় সম্যসা |
পর্নস্টারের তকমাটা সানি লিওনের জন্য জটিলতাই টেনে আনছে বারবার। যেখানেই যাচ্ছেন সেখানেই কোনো না কোনো সমস্যার মুখে পড়ছেন আগের এ পরিচয়ের কারণে। একসময়ের নামকরা পর্নস্টার থেকে সানি লিওন এখন বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। বলিউডে একাধিক ছবির কাজ একসঙ্গে করে যাচ্ছেন তিনি। কিন্তু যতই কাজ করুন না কেন, সেখানে তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না মোটেও। এমনিতেই গত কয়েকটা দিন সালমান খানের মামলা-মোকদ্দমা নিয়ে বলিউডে ঝড় বয়ে গেছে। এখন সে ঝড় শেষে আসতে যাচ্ছে আরেকটি ঝড়। এবার সানির বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে আদালতে। যখনই বলিউডে নিজের ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছেন ঠিক তখনই পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।
এতে বলা হয়, সানি লিওন একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট চালান। আর সেটা দেখার ক্ষেত্রে কোনো ধরনের বয়স উল্লেখ করা হয়নি। যে কেউ চাইলে বিনা বাধায় ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। জানা গেছে, নারীদের অশালীনভাবে উপস্থাপন ও তথ্যপ্রযুক্তি আইন ৬৭ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে, এমন অভিযোগে মামলা হয় সানির বিরুদ্ধে। এই খবর প্রকাশ হতেই সারা বলিউডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সানির ভক্তদের মাঝে বিষয়টি নিয়ে হই চই পড়ে যায় বলেও জানা গেছে। এখানেই শেষ নয়, সম্প্রতি আরেক ঝামেলায় পড়েছেন ইন্দো কানাডিয়ান বংশে জন্ম নেওয়া এ অভিনেত্রী। যৌনতার দায়ে ছোটপর্দা থেকেও বঞ্চিত হয়েছেন সানি।
ভারতীয় টিভি সংস্থাগুলো তার ছবির প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, তার অভিনীত ছবির প্রচারণাও করবে না জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল (জিইসি)। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, সানির ছবিতে অযথাই যৌন সুড়সুড়ি থাকে। যা টিভি চ্যানেলে প্রচার করার যোগ্য না। তারা আরো জানায়, যেহেতু ভারতের টিভি চ্যানেলগুলো পারিবারিক চ্যানেল, তাই এখানে যৌনতাবিষয়ক কোনো কিছু দেখানো যাবে না। আর সানির ছবিতো যৌনতায় পরিপূর্ণ, যা শুধুই অ্যাডাল্টদের জন্য। তা কখনোই টিভিতে প্রচারের যোগ্য নয়।
গেল ৮ মে মুক্তি পায় সানি লিওন অভিনীত নতুন ছবি কুচ কুচ লোচা হ্যায়। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে দর্শক মহলে বেশ প্রশংসিতও হয়। কিন্তু মুক্তির আগে প্রচারণার জন্য ছোটপর্দাকে ব্যবহারের অনুমুতি চাইলে সানির সব ছবির প্রতিই এক ধরনের বাজে মন্তব্য করে নিরাশ করে জিইসি। বলিউড ছবিতে স্থায়ীভাবে থাকার প্রত্যয়ে এগিয়ে চলেছেন সানি লিওন। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বাধা যেন তার পিছু ছাড়ছে না। আর এবার তো কাছাকাছি সময়ে মামলার মুখোমুখি আর ছোট পর্দা থেকে বঞ্চিত হওয়া-এ দুটি বড় জটিলতা দারুণ বিপাকে ফেলে দিয়েছে তাকে।

Post a Comment