অদ্ভুতুড়ে 11:00 PM
রণবীর-ক্যাটরিনার বাগদান হতে যাচ্ছে এই মাসেই










দুজনের প্রেমের সম্পর্কে এবার সামাজিক সিলমোহর? চলতি মাসেই বাগদান পর্ব সেরে ফেলবেন বলিউডের প্রেমিক-জুটি রণবীর কাপূর এবং ক্যাটরিনা কাইফ? এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। কয়েক সপ্তাহ আগেই কাপূর পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজের আসরে যোগ দিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা।

খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন রণবীর ও ক্যাটরিনা। জানা গিয়েছে, এ ব্যাপারে কাপূর পরিবার উদ্যোগী হয়েছে। এজন্য পরিবারের পক্ষ থেকে রোকা (পাঞ্জাবি প্রথা অনুযায়ী পাত্র-পাত্রীর আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান) আয়োজন করার পরিকল্পনা করেছে। কেউ কেউ তো আবার বলছেন, চলতি মাসের শেষে ওই অনুষ্ঠান হবে। ততদিনে রণবীরের বম্বে ভেলভেট মুক্তি পেয়ে যাবে এবং ক্যাটরিনাও কান থেকে ফিরে আসবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.