অদ্ভুতুড়ে 3:44 AM
দীপিকার 'ফিউরিয়াস ৭' প্রস্তাব






গত কয়েকবছর ধরে দীপিকার ফিল্ম ক্যারিয়ার বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে। তার সমসাময়িক নায়িকাদের চেয়ে কোনো দিক থেকেই কম যাচ্ছেন না। শুধু বলিউডেই না, হলিউড থেকেও প্রস্তাব পাচ্ছেন ছবির। কিছুদিন আগে মুক্তি পাওয়া হলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি ‘ফিউরিয়াস ৭’ ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকার। তবে একটুর জন্য সুযোগটি হাতছাড়া হয়ে যায় দীপিকার। তবে ছবিতে অভিনয় করতে না পারলেও বেশ উচ্ছ্বাসিত তিনি। দীপিকা বলেন, ‘হলিউডের কাজ করার বিষয়ে আমি আগ্রহী। যদিও এই বিষয়টি নিয়ে আমি আগে খুব একটা সিরিয়াস ছিলাম না। ভিন্ন এক সংস্কৃতি, কাজের ক্ষেত্রটাও আলাদা। তবে চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। বলিউডে যখন আমি এসেছি তখনো অনেক চ্যালেঞ্জিং কাজের মধ্য দিয়ে আমার আজকের এই অবস্থান।’

তবে শিগগিরই হয়তো হলিউডের কোনো ছবিতে আবারও দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘পিকু’ ছবি নিয়ে আলোচনায় এসেছেন দীপিকা। ছবিতে তার সহশিল্পী বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ইরফান খান। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৮ এপ্রিল। ছবিতে দীপিকার বাবার চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। মূলত বাবা-মেয়ের সম্পর্ককে ঘিরেই ছবির গল্প। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘ছবিটিতে মূলত সন্তানের সাথে বাবা-মায়ের সম্পর্কের বিষয়গুলো উঠে এসেছে। ছবির গল্পের মতো বাস্তব জীবনেও আমার বাবা-মায়ের সাথে সম্পর্ক প্রায় এক।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.