ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম। কর্মমুখর জীবনের ক্লান্তি দূর করতে সুযোগ পেলেই মানুষ ছুটে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
কিন্তু অনেকেই জানেন না যেখানে যাচ্ছেন সে স্থানটি আপনার জন্য কতটা নিরাপদ। পৃথিবীতে এমন কিছু পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে মানুষের আনন্দে ঘুরে বেড়ানোর চেয়ে বিপদমুখী হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
ভ্রমণপ্রেমী মানুষের জন্য এমন কিছু পর্যটন কেন্দ্র ছবি নিচে দেওয়া হলো
ভ্রমণপ্রেমী মানুষের জন্য এমন কিছু পর্যটন কেন্দ্র ছবি নিচে দেওয়া হলো
১. ক্লিফ অব মোহর, আয়ারল্যান্ড
২. হাল্ফ ডোম, যুক্তরাষ্ট্র
৩. এ্যালনইউক গার্ডেন, ইংল্যান্ড
৪. হাওয়াই ভলকানো, যুক্তরাষ্ট্র
৫. কোকোডা ট্রাইল, পাপুয়া নিউগিনি





Post a Comment