

সার্চ রেজাল্টে ব্যবহারকারীদের নামের সাথে জড়িত ‘অনাকাঙ্ক্ষিত কোনো কনটেন্ট এলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সেই সার্চ রেজাল্ট মুছে ফেলার সুযোগ চালু করেছে গুগল। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন অধিভুক্ত দেশসমূহে এই সুবিধা উপলভ্য হচ্ছে। ১৩’মে এক ইইউ আদালতের রায়ের মাধ্যমে গুগলকে এই ফিচার প্রদানে বাধ্য করা হয়েছে।
ঐ কোর্ট রায়ে গুগল মনঃক্ষুণ্ণ হলেও জরিমানার ভয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর জন্য ‘রাইট টু বি ফরগটেন’ নামের সেবাটি চালু করেছে সার্চ জায়ান্ট।
নিজের নামের সাথে চলে আসা অনাকাঙ্ক্ষিত গুগল
সার্চ রেজাল্ট মুছে দিতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য অনুরোধকারীকে একটি ফর্ম পূরণ করতে হবে। যে লিংকগুলো মুছে দিতে চান সেগুলো সরবরাহ করে ব্যক্তি পরিচয়ের প্রমাণ হিসেবে ফটো আইডি দিতে হবে।
Post a Comment