অদ্ভুতুড়ে 10:15 PM

আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের
'হামারি আধুরি কাহিনি'। এ ছবিতে বিদ্যার বিপরীতে অভিনয় করেছেন ইমরান হাশমি।জনপ্রিয় নির্মাতা মোহিত সুরির পরিচালনায় ইতিমধ্যে ছবির প্রথম পোস্টার রিলিজের পর এবার মুক্তি পেলো ছবিটির ট্রেলার।

ছবিটির ট্রেলার প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ এটি দেখেছে।মহেশ ভাটের লেখা এই ছবির কাহিনী হলো পারিবারিক নির্যাতন নিয়ে।ছবিটিতে রোমান্টিক দৃশ্যে ইমরান হাশমির সাথে দেখা যাবে বিদ্যাকে। ভারত, যুক্তরাষ্ট্র, আবুধাবি ও দুবাইয়ে বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.