অদ্ভুতুড়ে 4:20 AM
ফুরিয়ে গেছে বিদ্যা বালান যার কারণ বিয়ে




শেষ তিনটি ছবি বক্স অফিসে জাদু দেখাতে পারেনি। তাই বলে বলিউড তারকা বিদ্যা বালানের জাদুকরী ক্ষমতা এতটুকুও কমেনি। তাই আবারো ঝলসে উঠতে চান আসন্ন 'হামারি আধুরি কাহানি'-তে। তবে গত তিনটি ছবিতে ব্যর্থতা নিয়ে একটি শঙ্কা মনে উঁকি দিয়েছে তার। বিয়ের কারণেই কি ক্যারিয়ারের এই অধঃপতন?

চলতি ওমেন ইকোনমিক ফোরামে বক্তব্যের এক পর্যায়ে বিদ্যা বলেন, আমার গত তিনটি ছবি মোটেও কিছু করতে পারেনি। তাই একটি দুশ্চিন্তা হচ্ছে যে, বিয়েটা ক্যারিয়ারে এই প্রভাব ফেলতে পারে। তবে সিনেমার সাফল্য নির্ভর করে তার ভালো-খারাপের ওপর। যদিও এর পেছনে আরো কিছু শর্ত কাজ করে।

তবে ইমরান হাশমির সঙ্গে তার পরবর্তী ছবিটি প্রমাণ করবে যে, বিয়ের কারণে শেষ হয়ে যাননি বিদ্যা। আত্মবিশ্বাসের সঙ্গে তাই জানালেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

বিদ্যা আরো বলেন, অনেকেই মনে করেন যে বিয়ের পর ক্যারিয়ারের সফলতা ধরে রাখা যায় না। এর প্রমাণ রেখেছে কাজল, কারিনা বা ঐশ্বরিয়ার মতো তারকারা।

জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তারকা জানান, তার জীবনে হয়তো কখনোই বিয়ে করা হতো না যদি না রয় কাপুরের সঙ্গে তার দেখা না হতো। ২০১২ সালে এ দুজন বিয়ের পিঁড়িতে বসেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.