অদ্ভুতুড়ে 10:17 AM
সব আলোচনা সমালোচনা পেরিয়ে সালমান আবার শুটিং এ








মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় ভারতীয় অভিনেতা সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হাইকোর্ট স্থগিত করেছে এক মাসের জন্য। সে সুযোগে সোজা শুটিং-এ ফিরেছেন সালমান।

এক দিকে মাথার উপর কারাদণ্ডের আদেশ, অন্যদিকে ঝুঁকিতে ২০০ কোটি রুপি - তিনটি সিনেমার কাজ অসমাপ্ত থাকায় বিপাকে পড়েছিলেন সালমান। আগামী এক মাস তাই একটুও সময় নষ্ট করতে চান না এই তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইতোমধ্যেই কবির খানের পরিচালনায় 'বাজরাঙ্গি ভাইজান'- এর শুটিং করতে কাশ্মির পৌঁছে যাওয়ার কথা সালমানের।

'এক থা টাইগার' খ্যাত নির্মাতা কবির খানের সঙ্গে এটি হবে সালমানের দ্বিতীয় কাজ। 'বাজরাঙ্গি ভাইজান' জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

আবার রবিবারের মধ্যেই সালমান ফিরবেন মুম্বাইয়ে, সুরাজ বারজাতিয়ার সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো'র শুটিংয়ের জন্য। এতে আরও অভিনয় করেছেন সোনাম কাপুর। এটি মুক্তি পাবে ১১ নভেম্বর।

এছাড়াও সালমানের হাতে আছে কারান জোহারের সিনেমা 'শুদ্ধি'। যার শুটিং এখনও শুরু হয়নি।

২০০২ সালের গাড়ি চাপা মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের এক নিম্ন আদালত। এরপর হাইকোর্টে আপিল করেন এই তারকা। গ্রীষ্মকালীন ছুটির কারণে নিম্ন আদালতের রায়ে এক মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। আগামী শুনানি হবে ১৫ জুন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.