অদ্ভুতুড়ে 2:36 AM

২০২০ সালের মধ্যেই 5G Internet speed আসছে।

5G Internet speed
5G internet speed


ধারণা করা হচ্ছে  ২০২০ সালের মধ্যেই প্রচলিত ৪জি ইন্টারনেটের তুলনায় ৬৫ হাজার গুন গতি সম্পন্ন ৫জি ইন্টারনেট সুবিধা আসছে। এই প্রযুক্তি চালু হলে তখন থেকে ১টিবিপিএস গতিতে ব্যবহার করা যাবে ইন্টারনেট।

যুক্তরাজ্যের সারে ইউনিভার্সিটির ৫জি ইনোভেশন সেন্টার (৫জিআইসি) বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছে। সেখানকার গবেষকেরা  সবাইকে  ইতোমধ্যেই ১ টিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন ।

সম্প্রতি গবেষক দলের প্রধান আশা প্রকাশ করে জানিয়েছেন যে, সাধারণ মানুষের জন্য ২০১৮ সালের মধ্যে এই প্রযুক্তি চালু করা সম্ভব। তবে এক্ষেত্রে ভিন্ন কথা বলছে যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা । সংস্থাটি জানিয়েছে, ২০২০ সালের আগে এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয়।

এক্ষেত্রে  নতুন প্রযুক্তি সমৃদ্ধ স্মার্টফোনের প্রয়োজন পড়বে তখন যখন এই প্রযুক্তি চালু হবে অর্থাৎ  ৫জি ইন্টারনেট ব্যবহারের চালু হবে। বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪জি প্রযুক্তির স্মার্টফোন প্রচলিত আছে।

আশা করি আমার মতো আপনারাও 5G high internet speed পাওয়ার জন্য অপেক্ষা করছেন।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.