অদ্ভুতুড়ে 5:48 AM

অনুসন্ধান সেবা দাতা গুগল তৈরি করছে কৃত্রিম চামড়া।  গুগল এমন একটি হাতের ব্যান্ড তৈরি করতে যাচ্ছে যা ক্যানসার শনাক্ত করতে পারবে। ক্যানসার শনাক্তকারী ন্যানো পার্টিকেল পরীক্ষা করার জন্য প্রয়োজন পড়ছে কৃত্রিম চামড়ার। খবর পিটিআইয়ের।

গত বছর ম্যাগনেটিক ন্যানো পার্টিকেল তৈরির ঘোষণা দিয়েছিল গুগল যা ক্যানসার কোষ শনাক্ত করে রিস্টব্যান্ডের মাধ্যমে সংকেত দিতে পারবে বলে গুগল কর্তৃপক্ষ জানিয়েছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছেন, ন্যানো পার্টিকেল পরীক্ষার জন্য বিশেষ সিনথেটিক ত্বক ব্যবহার শুরু করেছে গুগল। এ জন্য গুগল কৃত্রিম চামড়াও তৈরি শুরু করেছে।

গুগলের লাইফ সায়েন্স বিভাগের প্রধান অ্যান্ড্রু কনরাড জানিয়েছেন, ‘শরীরের মধ্যে ক্যানসার কোষ ভেসে বেড়াবে আর তা আপনাকে খুন করে ফেলতে চাইবে এটা অদ্ভুত একটা বিষয়। শরীরের মধ্যে ক্যানসার কোষের উপস্থিতি শনাক্ত করতেই কৃত্রিম চামড়ার ব্যবহার শুরু হচ্ছে।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.