অদ্ভুতুড়ে 2:16 AM

"অনেকদিন ধরে বিজ্ঞানীরা খোঁজ করছেন নতুন এন্টিবায়োটিকের। কিন্তু ওষুধ বিজ্ঞানীরা নতুন কোন এন্টিবায়োটিক আবিষ্কার করতে পারছিলেন না যুগের পর যুগ পার হয়ে যাওয়ার পরেও!"  বিবিসির সংবাদ।

আবিস্কার হলো নতুন একটি এন্টিবায়োটিক "টিক্সোব্যাক্টিন"

এবার সে কাজটিই করে দেখালেন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের এই আবিষ্কার ছাপানো হয়েছে ইন দ্যা জার্নাল অব দ্যা ন্যাচারে।

এমন একটি এন্টিবায়োটিক বিজ্ঞানীরা আবিষ্কার করলেন প্রায় ৩০ বছর পর যার নাম টিক্সোব্যাক্টিন। এটিকে বিজ্ঞানীর বলছে "গেম চেঞ্জার এন্টিবায়োটিক"। টিক্সোব্যাক্টিন মানবদেহে ক্ষতিকারক জীবাণু ধ্বংস করতে ভালো সাড়া দেয়। এই আবিষ্কৃত এন্টিবায়োটিকটি পরীক্ষা করে দেখা হয়েছে ইঁদুর ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের উপর। এখন মানুষের উপর প্রয়োগ করে এর ফল দেখা বাকী রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.