অদ্ভুতুড়ে 5:25 AM

মোবাইলে অনন্য রেকর্ড গড়েছে ফেসবুক। সারাবিশ্বে প্রতিদিন মোবাইলে ফেসবুক ব্যবহার করছে ৭৪ কোটি ৪৫ লাখ মানুষ। প্রযুক্তি বিশ্বে মোবাইলের অসংখ্য অ্যাপ রয়েছে। কিন্তু অন্য কোনো অ্যাপ মোবাইলে ফেসবুক অ্যাপের এতো ব্যবহারকারীর নাগাল পায়নি।



এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গত বছরের ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বর্তমানে সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটি। প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, এমন ব্যবহারকারীর সংখ্যা ৮৯ কোটি ৯০ লাখ। আর এর মধ্যে প্রতিদিন মোবাইলে ফেসবুক ব্যবহার করেন এমন ব্যবহারকারীর সংখ্যা ৭৪ কোটি ৪৫ লাখ।

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি এশিয়া মহাদেশে, এরপরে ইউরোপ রয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.