অদ্ভুতুড়ে 4:42 AM
 
বিশ্বের প্রায় ১৫০ কোটি মানুষের বিশাল পরিবার ফেসবুক আজ ১১ বছর পেরিয়ে ১২ বছরে পা দিয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি। ২০০৪ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল হালের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।


এই ১১ বছরে সমগ্র বিশ্বকেই পালটে দিয়েছে ফেসবুক। বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আছে ফেসবুক। অথচ ফেসবুকের শুরুটা ছিল পুরো অন্যরকম। শুরুর দিকে এর নাম ছিল 'দ্য ফেসবুক'। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে যাত্রা শুরু করে এটি। আর এরপরের ঘটনাতো এখন ইতিহাস।

একের পর এক নানা ফিচার যুক্ত করে অল্প সময়েই মানুষের স্মার্টফোন এবং কম্পিউটার দখল করে নেয় ফেসবুক। এছাড়া ক্রমাগত ছড়াতে থাকে ব্যবসায়িক ডালপালা। কিনে নেয় ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিশ্বের বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানকে। আর ফেসবুকের এই সাফল্য এমনই যে বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.