অদ্ভুতুড়ে 7:34 AM
আমরা সবাই কম বেশি জানি যে  প্রত্যেকের ফেসবুক  প্রোফাইলের  একটা নির্দিষ্ট  আইডি  থাকে । এটা সংখ্যা আকারে থাকে  । নিচের ছবিটা দেখুন
ছবিটিতে  facebook.com/profile.php?id=এখানে  , এখানে এর জায়গায় যে সংখ্যাটি আছে সেটাই প্রোফাইল আইডির কোড । কিন্তু আমরা অনেকেই সংখ্যার বদলে নিজের পছন্দ মত ইউসার নেম ব্যাবহার করি ।
যেমন নেচের ছবিটি দেখুন 

এই ছবিতে  facebook.com/wasi.sarkar  এই লিংক এ   wasi.sarkar হচ্ছে আমার ইউসার নেম । 
যারা আমরা ইউসার নেম ইউজ করি তাদের অনেক সময়  বিভিন্ন কারনে এই কোডটির দরকার হয় ।   অনেকগুলো ট্রিকস থাকলেও  আমার কাছে সহজ মনে হয়েছে  নিচের পদ্ধতিটি  ।  

নিচের ছবিটা দেখুন 

প্রথমেই findmyfacebookid.com এই সাইট এ যান । সেখানে ফাকা বক্সটিতে আপনার ইউসার নেমটা লিখে Lookup numeric id  বাটনটিতে ক্লিক করুন  তাহলেই পেয়ে যাবেন আপনার আইডির কোডটা 

আর কোনও প্রশ্ন থাকলে করতে পারেন এখানে । এছাড়া ফেসবুকেও জিগ্যেস করতে পারেন 

ফেসবুকে আমি  


নেক্সট আর্টিকেল এ আমি দেখাব কিভাবে প্রাইভেসি দেওয়া ফেসবুক প্রোফাইল পিকচার ডাউনলোড করতে হয়  ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.