অদ্ভুতুড়ে 1:31 AM

দেখতে খুবই ছোট -খাটো প্রজাতির এক মাছ । আলাদা তেমন কোন বৈশিষ্ট্য নেই । প্রথম দেখলে বাহারি রঙিন মাছদের মতো মনোযোগও আকর্ষণ করতে পারবে না এই মাছ । তবে সুনিপুণ দৃষ্টিতে দেখলে খুঁজে পাওয়া যাবে এই মাছের এক বিচিত্র ক্ষমতা । আর্চার ফিশ (Archer Fish), নাম শুনেই বোঝা যাচ্ছে এই মাছের তীর চালানোর ক্ষমতা কতটা ভাল । আর এই তীর হচ্ছে পানি দিয়ে তৈরি ।




জলাশয়ের আশে পাশের গাছ-পালায় থাকা পোকা-মাকড়ের দিকে তারা দূর থেকে পানি ছুড়ে দেয় তীব্র বেগে, আর পোকামাকড়ও ধরাশায়ী হয়ে জলে পরে যায়, তারপর শুধুই খাবার পালা । প্রায় ৫ফুট দূর থেকেও আর্চার ফিশ (Archer Fish) নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে, প্রজাতি ভেদে এরা প্রায় ১৬ ফুট দূর পযর্ন্ত পানি ছুড়ে মারতে পারে । দক্ষিন-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় এই মাছের দেখা পাওয়া যায় ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.