অদ্ভুতুড়ে 5:24 AM

গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপল বানাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ।

Apple creates android app
Apple creates android app
প্রথমবারের মতো গুগলের চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপল কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে যাচ্ছে ।মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি এই অ্যাপটি হবে স্ট্রিমিং মিউজিক সেবার অ্যাপ যা স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে ।আর এই তথ্যটি জানিয়েছেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইট টু ফাইভ ম্যাকের বিশ্লেষক মার্ক গুরম্যান।

গুরম্যান দাবি করেছেন যে, অ্যাপল তাদের এই অ্যাপটি ব্যবহার করার মূল কারণ হচ্ছে সম্প্রতি অধিগ্রহণ করা বিটস মিউজিকের জন্যই । কিন্তু অ্যাপলের নকশা করা এটিই হবে প্রথম অ্যাপ যা প্রথমবারের মতো তৈরী করা হবে প্রতিদ্বন্দ্বী কোনো অ্যাপ স্টোরের জন্য। ইতিমধ্যেই এই অ্যাপ তৈরিতে কাজ শুরু করে দিয়েছেন অ্যাপলের প্রকৌশলীরা ।

অবশ্য এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন যে, প্রয়োজনে অ্যাপলের চিরপ্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রয়েডের জন্যও অ্যাপ তৈরি করতে তাদের কোনো সমস্যা নেই। এ বিষয়ে অ্যাপলের কোনো নাক-উঁচু স্বভাব  নেই।
এ ব্যাপারে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন যে, যেসময় গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার ৮৫ শতাংশ দখলে রেখেছে ঠিক ঐসময়টায় অ্যাপলের স্ট্রিমিং মিউজিক সেবাকে জনপ্রিয় করতে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.