মেগাচ্যাট(Megachat) নামক এই সফটওয়্যারটি হতে যাচ্ছে স্কাইপি (Skype)-এর বিকল্প, আসুন জেনে নেই বিস্তারিত।
![]() | |
| Skype vs Megachat |
বিনা মূল্যে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপের বিকল্প হিসেবে এবার নতুন সফটওয়্যার তৈরি করছেন ইন্টারনেট উদ্যোক্তা কিম ডটকম। বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা কিম এবার ‘মেগাচ্যাট’ (https://mega.nz) নামের সফটওয়্যার তৈরি করেছেন যা মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইতিমধ্যেই কিম আনুষ্ঠানিকভাবে নতুন এ সফটওয়্যারের চ্যাট-সেবাটি উন্মুক্ত করার ঘোষণা দেন। খুব শিগগিরই মেগাচ্যাট-সেবাটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে কিম জানান। প্রাথমিকভাবে পরীক্ষামূলক হিসেবে ভিডিও কল-সেবা দিয়ে এটি ছাড়া হচ্ছে। তবে পরবর্তীতে সময়ের ব্যবধানে এতে আরও নানা ধরনের সুবিধা যুক্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।
কিম অবশ্য গত বছরের ডিসেম্বরে মাসেই মেগাচ্যাটকে স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করার ঘোষণা দেন।কিম এ ঘোষণা দেয়ার মূল কারণ হলো বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারি থেকে স্কাইপ যখন ব্যবহারকারীদের সুরক্ষা দিতে পারছে না, তখন মেগাচ্যাট স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুরক্ষিত সেবা দিয়ে যাবে বলে জানান কিম।
মেগাচ্যাট মূলত আসছে তাদের জন্য যাঁরা নিয়মিতভাবে স্কাইপের ব্যবহারকারী, কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাঁদের জন্যই বিকল্প হিসেবে দারুণ সফটওয়্যার হবে এটি । কিম ডটকম ইতিমধ্যেই নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টেও মেগার বিষয়ে নানা তথ্য দেন। তিনি টুইটারে মেগাচ্যাট উন্মুক্ত করার বিষয় উল্লেখ করে বলেন, ‘মেগাচ্যাট বিশেষ এনক্রিপশন প্রযুক্তি দিয়ে ব্যবহারকারীকে নিরাপত্তা দেবে। এতে কোনো নিরাপত্তা ত্রুটি কেউ দেখাতে পারলে তাকে পুরস্কৃত করব।’
যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাইল ভাগাভাগির জনপ্রিয় ওয়েবসাইট ‘মেগা আপলোড’ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র সরকার ২০১২ সালের জানুয়ারিতেই এমনকি কিম ডটকমকে ফাইল শেয়ারিং সার্ভিস মেগা আপলোডে অবৈধ ফাইল রাখার দায়ে গ্রেপ্তারও করা হয়। মূলত সেখান থেকেই আলোচনায় আসেন কিম। ২০১৩ সালেই নতুন আরেকটি ক্লাউডভিত্তিক সেবা চালু করেন তিনি যার নাম রাখেন‘মেগা’ ।

Post a Comment