অদ্ভুতুড়ে 4:24 AM

ওয়ান প্লাসের তেলেসমাতি না পড়লে মিস করবেন!

Oneplus one
Flagship killer
ইতিমধ্যেই প্রযুক্তিবিশ্বে চীনের স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস  তেলেসমাতি দেখাতে শুরু করেছে। ওয়ান প্লাস গত বছরেই ১০ লাখ ইউনিটের বেশি বিক্রি হয়েছে । স্মার্টফোন হিসেবে ওয়ান প্লাসের ‘ফ্ল্যাগশিপ কিলার’ নামক এই স্মার্টফোনটি ২০১৪ সালে বেশ সুনাম কেড়েছে । চীনা সংশ্লিষ্ট  এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছরের নভেম্বর মাসেই এক মিলিয়ন বা ১০ লাখ স্মার্টফোন বিক্রির কথা জানিয়েছেন ।  ওয়ান প্লাস স্মার্টফোনটি গত বছরের জুন মাস থেকে বিক্রি করা শুরু হয়েছে। এই স্মার্টফোনটির আছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডচালিত স্ক্রিন এবং এর সামনে ৫ ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

 সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১৫ উপলক্ষে পিসি ওয়ার্ল্ডের কাছে ওয়ান প্লাসের এই স্মার্টফোনটি বিক্রির তথ্য জানান  উক্ত প্রতিষ্ঠানের ২৫ বছর বয়সী সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই। তিনি আরও বলেন  যে, ভবিষ্যতে ওয়ান প্লাস গ্রাহক সেবা ও পরিচালনা কার্যক্রম বাড়াবে । এ ছাড়াও  এ বছরের দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকের মধ্যেই  নতুন প্রজন্মের ওয়ান প্লাস ওয়ান ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসবে বলে ঘোষণা দেন কার্ল পেই।  কার্ল পেই আরও জানান যে,  শিগগিরই ওয়ান প্লাস ওয়ান ছাড়াও আরেকটি ভিন্ন মডেলের মুঠোফোন বাজারে  ছাড়া হবে । তিনি বলেন আরও বিস্তারিতভাবে বলেন যে,  ‘আমরা ভিন্নধারার গ্রাহক তৈরি করতে পেরেছি। যাঁরা  যন্ত্রাংশের চেয়ে নকশাকে গুরুত্ব দেন বেশি, তাঁদের জন্য আমরা আছি। কাস্টম রম ও অ্যান্ড্রয়েড  ললিপপনির্ভর স্মার্টফোন শিগগিরই আসছে। ’

আশা করি খুব শিগগিরই আমাদের দেশেও এই ফোনটি ব্যবহারের সুযোগ পাবো।

আসুন বছরের বিদায়লগ্নে শীর্ষ স্মার্টফোনের ভাল-মন্দ জেনে নেই, প্রতিবেদন।

 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.