অদ্ভুতুড়ে 1:09 AM

স্বল্পমূল্যের ফিচার ফোনের বাজারে আবারও ঝড় তোলার পরিকল্পনা করছে নকিয়া। মাত্র ২৯ ডলার বা ২৩০০ টাকা মূল্যে মাইক্রোসফট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে নকিয়া ২১৫ ফিচার ফোন।


নকিয়া ৩০+ অপারেটিং সিস্টেমে চালিত ফিচার ফোনটিতে থাকবে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। প্রি-ইন্সটলড অ্যাপ হিসেবে পাওয়া যাবে ফেসবুক ফেসবুক, মেসেঞ্জার, বিং সার্চ, টুইটার এবং অপেরা মিনি। কোন স্টোরেজ ক্যাপাসিটি না থাকলেও ব্যবহার করা যাবে ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড। রয়েছে ব্লুটুথ এবং এফএম রেডিও। এতে একটি মাত্র ক্যামেরা রয়েছে সামনের দিকে যার সেন্সর ০.৩ মেগাপিক্সেল।

ফোনটির সিঙ্গেল সিম সংস্করণে রয়েছে ২৯ দিন স্ট্যান্ডবাই এবং ডুয়েল সিম সংস্করণে ২১ দিন স্ট্যান্ডবাই টাইম। চলতি বছরের প্রথম প্রান্তিকেই বিভিন্ন উন্নয়নশীল দেশে এটি ছাড়া হবে বলে জানা গেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.