অদ্ভুতুড়ে 4:09 AM

 

ভিডিও দেখার জন্য বিশ্বের জনপ্রিয় ওয়েব সাইত হচ্ছে ইউটিউব।  অ্যাডাল্ট ব্যতীত আর সব ধরণের ভিডিও দেখারে জন্য খোঁজ চালায় ইউটিউবে।  আর জনপ্রিয় ইউটিউবের বিকল্প হতে যাচ্ছে এবার সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক।


ফেসবুক এতদিন মূলত বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথা বলার বা যোগাযোগ রাখার মাধ্যম হিসেবেই শুধু ব্যাবহার হত।  আর ভিডিও দেখার জন্য নির্ভর করতে হতো ইউটিউবের ওপর।  তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ফেসাবুক যেন অঘোষিত ভাবেই বলেছে যে, অ্যা নয় ইউটিউব , এইবার ফেসবুকেই ভিডিও।


এইজন্য ইউটিউবের মতোই ভিডিও দেখার সুবিধা চালু কোরতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।  এর ফলে চাইলেই পছন্দের ভিডিও দেখা যাবে ফেসবুক থেকে।  

বর্তমানে পরীক্ষামূলক ভাবে কিছু পেজকে বড় ফ্রেমে ভিডিও হাইলাইট করার সুবিধা দিচ্ছে ফেসবুক। তবে ইউটিউব এর বিকল্প ফেসবুক আসলেই হয়ে উঠতে পারবে কিনা সেটাই দেখতে হবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.