অদ্ভুতুড়ে 3:32 AM

পিপড়া শেখাবে কিভাবে যানজট নিরসন করা যায়।

Ant help to reduce traffic-jam
Ant help to reduce traffic-jam
আমরা প্রায়শয়ই গাড়িতে চলাচল করি যারফলে অনেক সময় পরতে হয় ছোট থেকে বড় যানজটে ফলে পোহাতে হয় নানা বিড়ম্বনায়, ঠিক অন্যদিকে আমরা যদি পিপড়া যে কৌশলে দল বেঁধে হেঁটে চলে, তা অনুসরণ করি তাহলে যানজট অনেকখানি কমে যাবে,  এমনটাই দাবি করছেন ভারতের একদল বিজ্ঞানী আর এই খবরটি প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে (এনপিআর) এIndian Institiute of Space science and technology(IIST)-এর গবেষক অপূর্ব নাগর বলেন যে, তিনটি কারণের ফলে পিঁপড়াদের চলাচলে জট লাগে না। এরমধ্যে প্রথমটি হলো তারা অন্যদের পাশ কাটিয়ে যাওয়ার  ক্ষেত্রে মনে অহংকারপোষণ করে না। দ্বিতীয়টি হলো, হাঁটার সময় ছোটখাটো সংঘর্ষ হলে তারা সেগুলো উপেক্ষা করে এবং জটলা না  পাকিয়ে হাটা অব্যাহত রাখে। আর তৃতীয়তে রয়েছে, পিপড়া নিজেদের চলার পথে  সংখ্যা বেশির কারণে যদি বিশৃঙ্খলা দেখা না দেয়  সেক্ষেত্রে বেশী মনোযোগী হয় আর এজন্যে তারা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সরলরেখায় দ্রুত চলতে শুরু করে এবং নিরবচ্ছিন্ন গতি বজায় রাখে। এমনকি যেকোণ অপ্রত্যাশিত পরিস্থিতিতে আচমকা লাফ দিয়ে রাস্তা পার হওয়ার জন্যও তারা সর্বদা প্রস্তুত থাকে।

অন্যদিকে এসব কৌশল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান যে,  মানুষচালিত মোটরগাড়ির চেয়ে কম্পিউটারচালিত গাড়ির চলার সাথে পিঁপড়ার  দলের এগিয়ে চলার ধরনের সঙ্গে অনেক মিল আছে। অপূর্ব নাগর আশাবাদী যে, গাণিতিক সূত্রেরÜ(ফর্মুলা) মাধ্যমে প্রাণীটির দলবদ্ধ  চলাচলের কৌশল ব্যাখ্যা করতে পারবেন তিনি যার ফলে মানুষ রাস্তায় চলাচলের ইতিবাচক কৌশল অবলম্বনের ব্যাপারে উপকৃত হতে পারে।

অপূর্ব নগর ইতিমধ্যেই পিঁপড়ার চলাচল বিশ্লেষণ করে একটি নমুনা বা মডেল তৈরি করেছেন। তবে তিনি এও জানিয়েছেন যে,  এটি মানুষের জন্য কতটা কাজে লাগবে তা এখন পর্যন্ত অস্পষ্ট। কারণ মোটরগাড়িগুলো এখনও পিঁপড়ার মতো একে অপরকে অনুসরণ করে দীর্ঘ যাত্রায় যাওয়ার জন্য ঠিক উপযোগী হয়নি। এ ব্যাপারে  ফিজিক্যাল রিভিউ সাময়িকীতে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হবে।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.