টেকটিউনস ( www.techtunes.com.bd ) যে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের কাছে কতটা জনপ্রিয় তা এই কইদিনে আবার প্রমান হয়ে গিয়েছে। মাত্র ছয় দিনের জন্য বন্ধ ছিল www.techtunes.com.bd, তাতেই হৈচৈ পরে যায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের মধ্যে। সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান পর্যন্ত নানা ধরনের আলোচনায় লক্ষ করা যায়। দেশীয় মিডিয়াতে সংবাদে তেমন না দেখা গেলও বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যম ব্যাপারটা নিয়ে ভিবিন্ন সংবাদ, প্রতিবেদন করে।
![]() |
| ফিরে এলো প্রযুক্তি প্রেমীদের প্রাণপ্রিয় ও সবচেয়ে জনপ্রিয় ব্লগ www.techtunes.com.bd |
তবে মাত্র এই ছয়দিনের কারনে www.techtunes.com.bd কে হারাতে হয়েছে গুগুল সার্চ রেজাল্টের ফলাফলের প্রথম পাতার অবস্থান। তবে এসইও এক্সপার্ট কিংবা বিশেষজ্ঞরা মনে করছেন এই অবস্থান ফিরে পেতে মাত্র ২ থেকে ৩ দিন এর প্রয়োজন হবে। তবে অনেকের মতই এর একটা ভয়ানক ইফেক্ট পড়বে অ্যালেক্সা র্যাংকে।
এখন দেখার বিষয় www.techtunes.com.bd আগের সেই অবস্থান ফিরে পেতে কতটা সময় নেয়। এখন পর্যন্ত www.techtunes.com.bd-তে কোন প্রকার পরিবর্তন কিংবা সমস্যা চোখে পড়ছে না।
Techtuns (টেকটিউন) এবং TiGER-M@TE সম্পর্কিত আরও কিছু সংবাদ পড়ুনঃ
১) TiGER-M@TE এর কুরুচিপুর্ন ম্যাসেজ জনপ্রিয় ব্লগ Techtuns এর ব্লগার দের জন্য!
২) TiGER-M@TE নামক হ্যাকার দলের কবলে দেশের জরনপ্রিয় ব্লগ Techtuns!
৩) প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় সাইট Techtuns বন্ধ !
এছাড়াও যেকোন প্রযুক্তির সর্বশেষ সংবাদ জানতে প্রযুক্তি.কম এর সাথেই থাকুন।
প্রযুক্তি.কম এর পক্ষ থেকে Techtuns (টেকটিউন) এর জন্য শুভকামনা রইল। Techtuns (টেকটিউন) এর দ্রুত ফিরে আসার কামন রইল। পাশাপাশি প্রার্থনা করছি Techtuns (টেকটিউন) দেশের স্রেস্ট প্রযুক্তি ব্লগ হিসাবে আজীবন সর্ববোচ্চেই থাকুক। Techtuns (টেকটিউন) পরিবারের পাসে প্রযুক্তি.কম আজীবন থাকবে এই প্রত্যাশায় আজ এতটুকুই।
প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।


Post a Comment