TiGER-M@TE এর Techtuns হ্যাক করার পর যে কুরিচিপুর্ন ম্যাসেজ দিল! Techtuns বন্ধ কিংবা হ্যাক হয়েছে এমন একটি খবর শুনে বাংলাদেশের প্রায় সকল প্রযুক্তি প্রেমিই আঘাত পেয়েছে বা পাবে এটাই স্বাভাবিক। কিন্তু নির্দিস্ট কি কারনে TiGER-M@TE, Techtuns হ্যাক করেছে তাতো জানাতেই পারেনি বরং TiGER-M@TE নামক হ্যাকার দল Techtuns হ্যাক করে এর ব্লগার এবং পাঠকদেরও কুরুচিপুর্ন মন্তব্যে করেছে। কিন্তু এর পিছেই বা কি কারন তাও অস্পষ্ট!
স্যোশাল মাধ্যম থেকে শুরু করে প্রতিটি বাংলা ব্লগে এখন TiGER-M@TE নিয়ে মানুষের ক্ষোভই প্রকাশ পাচ্ছে। যেমন হাসান যোবায়ের নামক একজন বলেছেন "কুত্তার বাচ্চারে পাবলিকে পাইলে পিডাইয়া শেষ কইরা দিব"। অপরদিকে তফাজ্জল হোসেন নামক একজন তার ব্লগে লিখেন "যখন দেশের হ্যাকাররা ভারতীয় মাল্লুদের ওয়েবসাইট হ্যাক করা নিয়ে ব্যাস্ত তখন এই TiGER-M@TE নামক ভারতীয় দালাল হ্যাকাররা Techtuns হ্যাকের মাধ্যমে নিজের ভারতীয় হিজড়া দালাল হিসাবে প্রমান করল! "
TiGER-M@TE শুধু Techtuns হ্যাক করেই ক্ষেন্ত হয়নি। বরং খুব বাজে একটি ম্যাসেজ দিয়েছে। এরকম কুরুচিপুর্ন ম্যাসেজ দেওয়ার ঠিক নির্দিস্ট কি কারন থাকতে পারে তা এখনও সকলেরই অজানা। তবে এতটুকু সু-স্পস্ট ভাবে বুঝা যাচ্ছে যে নির্দিস্ট রাগ কিংবা ক্রদ থেকেই কাজটি করেছে TiGER-M@TE।
ম্যাসেজটা নিম্নরুপঃ
টাইগার বলছেঃ জোকার তোমাদের সবাইকে ...দি। গোপালভার টিনার (ব্লগার) তোমাদেরও ...দি!
এর পরের লাইনে তারা একটি লিংকের মাধ্যমে সকল ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডাউনলোডের একটা লিংক দিয়ে দেয়। যার মাধ্যমে Techtuns এর সকল ইউজারের ইয়জার নেম এবং পাসোয়ার্ড প্রকাশ পেয়ে যায়।
Techtuns (টেকটিউন) এবং TiGER-M@TE সম্পর্কিত আরও কিছু সংবাদ পড়ুনঃ
১) TiGER-M@TE এর কুরুচিপুর্ন ম্যাসেজ জনপ্রিয় ব্লগ Techtuns এর ব্লগার দের জন্য!
২) TiGER-M@TE নামক হ্যাকার দলের কবলে দেশের জরনপ্রিয় ব্লগ Techtuns!
৩) প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় সাইট Techtuns বন্ধ !
এছাড়াও যেকোন প্রযুক্তির সর্বশেষ সংবাদ জানতে প্রযুক্তি.কম এর সাথেই থাকুন।
প্রযুক্তি.কম এর পক্ষ থেকে Techtuns (টেকটিউন) এর জন্য শুভকামনা রইল। Techtuns (টেকটিউন) এর দ্রুত ফিরে আসার কামন রইল। পাশাপাশি প্রার্থনা করছি Techtuns (টেকটিউন) দেশের স্রেস্ট প্রযুক্তি ব্লগ হিসাবে আজীবন সর্ববোচ্চেই থাকুক। Techtuns (টেকটিউন) পরিবারের পাসে প্রযুক্তি.কম আজীবন থাকবে এই প্রত্যাশায় আজ এতটুকুই।
প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।



Post a Comment