অদ্ভুতুড়ে 7:57 PM

প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় ব্লগ সাইট Techtuns (টেকটিউন) বন্ধ! এমন একটি খবর শুনে বেশীর ভাগ প্রযুক্তি  প্রেমিই আঘাত পেয়েছে। তবে কি কারনে বন্ধ তা নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট ভাবে কোন প্রকার তথ্য জানা যায়নি। তবে বেশীর ভাগই হ্যাকের মনে করছে Techtuns হ্যাকের কবলে পড়েছে। TiGER-M@TE নামক বাংলাদেশ হ্যাকার দল হ্যাক করেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। 

প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় সাইট Techtuns হ্যাক!
প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় সাইট Techtuns হ্যাক!


অপরদিকে Techtuns (টেকটিউন)  তাদের অফিসিয়াল ফেসবুক পেজ-এ জানিয়েছে "সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত, সার্ভার মেইনটেনের জন্য Techtuns (টেকটিউন) দ-দিন বন্ধ থাকবে।" যদিও ঐ ঘোষণার পর Techtuns (টেকটিউন) বন্ধের ৪৮ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখন পর্যন্ত Techtuns (টেকটিউন) তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। 

প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় সাইট Techtuns হ্যাক!
প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় সাইট Techtuns হ্যাক!


প্রযুক্তি.কম এর পক্ষ থেকে Techtuns (টেকটিউন) এর জন্য শুভকামনা রইল। Techtuns (টেকটিউন) এর দ্রুত ফিরে আসার কামন করছি। 

 

Techtuns (টেকটিউন) এবং TiGER-M@TE সম্পর্কিত আরও কিছু সংবাদ পড়ুনঃ

১)

২)

৩)

এছাড়াও যেকোন প্রযুক্তির সর্বশেষ সংবাদ জানতে প্রযুক্তি.কম এর সাথেই থাকুন।

প্রযুক্তি.কম এর পক্ষ থেকে Techtuns (টেকটিউন) এর জন্য শুভকামনা রইল। Techtuns (টেকটিউন) এর দ্রুত ফিরে আসার কামন রইল। পাশাপাশি প্রার্থনা করছি Techtuns (টেকটিউন) দেশের স্রেস্ট প্রযুক্তি ব্লগ হিসাবে আজীবন সর্ববোচ্চেই থাকুক।  Techtuns (টেকটিউন) পরিবারের পাসে প্রযুক্তি.কম আজীবন থাকবে এই প্রত্যাশায় আজ এতটুকুই।

প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

 


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.