ফ্রিল্যান্সার (Freelance) মানে কি?
![]() |
| Freelance |
ইদানীং চারপাশে ফ্রিল্যান্সিং ও ফ্রিল্যান্সার এই শব্দদু'টিকে খুব বেশী শোনা যাচ্ছে। সাধারণত ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহী ব্যক্তির নিকট একজন সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার যে প্রশ্নটি সবচেয়ে বেশী জিজ্ঞাসিত হন তাহলো 'আমি কি একজন ফ্রিল্যান্সার হতে পারব?'
এ প্রশ্নটির একটিই সহজ উত্তর তাহলো না পারার কিছুই নেই। একবার একজন সফল ফ্রিল্যান্সার তার এক সাক্ষাৎকার-এ বলেছিলেন যে, 'রাস্তায় যে ছেলেটি বাদাম বিক্রি করে, সে নিজেও একজন ফ্রিল্যান্সার।' শুনতে কিছুটা অবাগ শুনালেও এটিই বাস্তব।
প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং কাকে বলে? সহজ বাংলা ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তপেশা আর তাই যেকোন পেশাতেই ফ্রিল্যান্সার হতে পারে। অর্থাৎ যে নিজের স্বাধীনমতো চুক্তিভিত্তিতে অন্যের কাজ করে দেয়, সেই হলো ফ্রিল্যান্সার। তবে বর্তমানে ফ্রিল্যান্সার বলতে অনলাইনে মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সার বোঝানো হচ্ছে।
এখন কথা হচ্ছে যদি নিজেকে সফল একজন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে পরিচিত করতে চাই তাহলে নিজের মাঝে অবশ্যই পরিশ্রমী, আত্মবিশ্বাসী , জ্ঞানার্জনে আগ্রহী ও সৎ ইত্যাদি এসব গুনগুলো থাকতে হবে। আর যদি উক্ত গুণগুলো নিজের মাঝে বিদ্যমান থাকে তাহলে এখন ভাবতে হবে আমি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী? যে বিষয়ে সবচেয়ে বেশী আগ্রহ আমাকে সেই বিষয়ে সম্পূর্ণরূপে দক্ষ হতে হবে। কাজের অভিজ্ঞতা ও জানার পরিধি হতে হবে আন্তর্জাতিক মানের।
সুতরাং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমানে বাংলাদেশে অনলাইনে যেসব কাজ খুব বেশী জনপ্রিয় হচ্ছে, সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড্রয়েড আপ্পস তৈরি, অনলাইন বিপণন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও) ই-মেইল ইত্যাদি।
নিজেকে এ রকম যেকোন একটি বিষয়ে উপর দক্ষ হিসেবে গড়ে তুলে যেকোন আউটসোরসিং ওয়েবসাইটে সদস্য হয়ে এসব কাজের জন্য বিড করতে হবে। এখানে একটি জিনিস খুবই লক্ষনীয় যে আমি যাদের কাজ করবো তারা আমাকে নয় আমার কাজে মুগ্ধ হয়ে আমাকে কাজ দিবে তাই ফ্রিলিন্সিং-এ টিকে থাকতে হলে অবশ্যই দক্ষ হতে হবে। ফ্রিলিন্সিং জগতে দক্ষতা, পরিশ্রম ও একাগ্রতা সঙ্গে লেগে থাকতে পারলে অবশ্যই নিজেকে একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

Post a Comment