অদ্ভুতুড়ে 4:31 AM

দিন দিন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কমছে মানুষের কর্মসংস্থানের সুযোগ। আর শ্রম খাতে মানুষের স্থান দখল করছে নিত্য নতুন ডিভাইস। বিশ্বে বর্তমানে ৮০ কোটিরও বেশি মানুষ বেকার অথবা নিম্ন মানের কাজ করছে। বিশ্লেষকদের মতে, যেসব কারণে বেকারের সংখ্যা বাড়ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রযুক্তির উন্নয়ন। ১৯৩০ সালের পর এবারই প্রথম বিশ্বব্যাপী বেকার জনগোষ্ঠীর সংখ্যা সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে।


প্রযুক্তির উন্নয়নের কারণে কৃষি, উৎপাদন ও সেবা খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি কমছে। এ খাতগুলোতে মানুষের জায়গা দখল করছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিভাইস। ব্যয় কমানো ও আয় বাড়ানোর ল্েয বিশ্বব্যাপী যন্ত্রের ওপর নির্ভরশীলতা বাড়ছে। বিশ্বব্যাপী যেসব খাতের কর্মসংস্থান উন্নত প্রযুক্তির কারণে কমছে, তার অন্যতম হচ্ছে কৃষি খাত। জীববিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে প্রচলিত কৃষিব্যবস্থার অনেক বিকল্প তৈরি হচ্ছে। কৃষি খাতে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের কারণে প্রচলিত কৃষিব্যবস্থার অনেকাংশ পরিবর্তন হচ্ছে। ফলে কৃষি খাতে কর্মীর সংখ্যা দিন দিন কমছে। মেকানিক্যাল, বায়োলজিক্যাল ও কেমিক্যাল খাতের উন্নয়নের কারণে কৃষি খাত ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। ফলে ফসল উৎপাদনে সময়ে সময়ে বাড়ছে প্রযুক্তির ওপর নির্ভরশীলতা। আর এতে করে কৃষি খাতে কর্মসংস্থান কমছে উল্লেখযোগ্য হারে।


প্রযুক্তির উন্নয়নের কারণে কর্মসংস্থান কমছে উৎপাদন খাতেও। পণ্য উৎপাদনে মানুষের বদলে এখন ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি। এসব প্রযুক্তি ব্যবহারের ফলে এক দিকে উৎপাদন যেমন বাড়ছে, অন্যদিকে ব্যয়ও কমছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। পাশাপাশি কর্মসংস্থানও কমছে উল্লেখযোগ্য হারে। জাপানের শীর্ষ নয়টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রতি বছর এক কোটি ২০ লাখ গাড়ি উৎপাদন করে। জাপানে প্রযুক্তির এতটাই প্রসার হচ্ছে যে, দেশটির বেশির ভাগ প্রতিষ্ঠান এখন যেকোনো পণ্য উৎপাদনে মানুষের চেয়ে যন্ত্রের ব্যবহারই করছে বেশি। উৎপাদন খাতে বড় ধরনের পরিবর্তন আনছে থ্রিডি প্রিন্টার। এ প্রিন্টারের মাধ্যমে অল্প সময়ে যেকোনো পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। আর এতে কর্মীও লাগে খুবই কম। থ্রিডি প্রিন্টারের বাজার যে হারে বাড়ছে, তাতে সংশ্লিষ্ট খাতে থ্রিডি প্রিন্টারের মানুষের জায়গা নিতে খুব বেশি সময় লাগবে না ।


সেবা খাতেও কমছে কর্মসংস্থানের সংখ্যা। পণ্য সরবরাহে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর কাছে মানুষের চেয়েও উন্নত ব্যবস্থা রয়েছে। ড্রোন নামে এ ব্যবস্থার মাধ্যমে তুলনামূলক দ্রুতগতিতে পণ্য সরবরাহ করা সম্ভব। এরই মধ্যে বিশ্বের একাধিক প্রতিষ্ঠান ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ শুরু করেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.