অদ্ভুতুড়ে 3:34 AM

রাজধানীর তোপখানা রোডে ক্যাবল চুরি হয়ে যাওয়ার কারণে প্রায় সাড়ে বারোশ টেলিফোন বিকল হয়ে পড়েছে। বিকল সংযোগ চালু হতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে BTCL।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলাহয়েছে। ক্যাবল চুরির কারনে রমনা এক্সচেঞ্জের আওতাধীন হাইকোর্ট, পিডব্লিউডি ভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকার প্রায় ১২৩০ টেলিফোন বিকল হয়ে পড়ে। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাতে যে কোন সময়ে হাইকোর্ট, পিডব্লিউডি ভবন এবং পরাষ্ট্র মন্ত্রণালয় এলাকার পাঁচটি কেবিনেটের আওতায় ১৭০০ জোড়ার তিনটি ভুগর্ভস্থ কেবল কে বা কারা কেটে ফেলে।


ফলে সংশ্লিষ্ট এলাকার টেলিফোন সমূহ বিকল হয়ে পড়ে। ক্যাবল কাটার বিষয়ে শাহবাগ থানায় জিডি (নম্বর ৩৪, তারিখ ২৭-১২- ২০১৪) এন্ট্রি করা হয়েছে। জরুরী ভিত্তিতে কেবলসমুহ প্রতিস্থাপনের কাজ চলছে। আশা করা যায়, আগামী ৪/৫ দিনের মধ্যে বিকল টেলিফোন সমূহ পুনরায় চালু করা সম্ভব হবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.