আর মাত্র কয়েকঘণ্টা অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মালম্বীদের কেননা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন' শুরু হচ্ছে আজ রাত বারোটার পর থেকেই। আর সেই উপলক্ষে সকল বয়সের নারীপুরুষ, শিশুকিশোর অধীর আগ্রহে অপেক্ষা করছে 'সান্তাক্লজ' এর। সান্তাক্লজ হলো খ্রিস্টানদের বড়দিনের উৎসবে উপহার বিলি করে বেড়ায় এমন একজন লাল জামা-পায়জামা আর টুপি পড়া থুরথুরে বৃদ্ধ।

তবে আজ রাতে সান্তাক্লজ আসবে নাকি আসবে না তা নিয়ে দ্বন্দ্বে থাকলেও এবারের বড়দিন মাতাতে সান্তাক্লজ সেজে ড্রয়িংরুমে সানি লিওন হাজির থাকবেন তা নিশ্চিত। ভারতীয় বেসরকারি টিভি চ্যানেল জুমটিভির সৌজন্যে এক অনুষ্ঠানে সানি লিওনকে দেখা যাবে সান্তাক্লজের ভূমিকায়। বলিউডের হট এন্ড সেক্সি এই অভিনেত্রী সান্তা ক্লজের মতো উপহারের ডালি নিয়ে হাজির হবে। কিন্তু চিন্তার বিষয় হলো কী উপহার দেন সান্তা সানি আজ সেটাই দেখার পালা!

ইতিমধ্যে ওই অনুষ্ঠানের ২৫ সেকেন্ডের একটি ভিডিও টিজার প্রকাশ করা হয়েছে ইউটিউবে আর মাত্র চার দিনেই এর ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে ১ মিলিয়ন। ওই টিজারে চরম আবেদনময়ী ভঙ্গিমায় তাকে লাল পোশাকে দেখা যাচ্ছে। সান্তা ক্লজের মতো তার হাতে আছে লাল রংয়ের বাক্সে বড়দিনের উপহার।

Post a Comment