অদ্ভুতুড়ে 4:34 AM

 

২০১৪ সাল প্রায় শেষ। এই বছরে এমন অনেকগুলা ইলেক্ট্রনস পণ্য বাজারে এসেছে তবে সব গুলা যে বেস্ট বা আশানুরূপ সারা জাগিয়েছে তা কিন্তু না। তবে Ebai power Steam Machines নামের এটি গেমস বক্স টি ২০১৪ সালের অন্য তম একটি প্রযুক্তি পণ্য । 



গেমার দের জন্য ২০১৪ সাল ছিল অনেক চমক পূর্ণ। এই বছরে বাজারে এসেছে ই-বাই পাওয়ার স্টিম মেশিন নামের এটি গেমস বক্স। যেটি অনেকটা প্লে-স্টেশনের মতো। এটি এই বছরে বাজারে এসেছে আর বাজারে আসার সাথে সাথে জিতে নিয়েছে সর্বচ্চ পুরস্কার। এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন গেমস খেলবেন তখন অনেক বড় পর্দায় খেলতে পারবেন। এটির পিকচার কোয়ালিটি খুবই ভালো। আর রেজুলেসনও অনেক উন্নত।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.