ছবিতে স্টিকার যোগ করার জন্য ফেইসবুক নিয়ে এলো নতুন অ্যাপ।
ফেইসবুক চ্যাটের সময় অভিব্যক্তিকে আরও নিখুঁত করতে স্টিকার ফিচার এনেছিল আর এর ধারাবাহিকতায় এবার নিয়ে এলো স্টিকারে যোগ করতে নতুন এক অ্যাপ্লিকেশন যার নাম 'স্টিকারড ফর ম্যাসেঞ্জার'। এর সাহায্যে যে কোন ছবিতে স্টিকার যোগ করে তা বন্ধুদের পাঠান যাবে।
নানা মজাদার স্টিকার দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপটিকে। এক্ষেত্রে এই স্টিকারগুলোকে ব্যবহার করতে হলে ছবি তোলার আগে তাতে কোন স্টিকার যোগ করা হবে তা নির্ধারণ করলেই চলবে।
গত শুক্রবার এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের জন্য চালু করা হয়েছে। তবে আপাতত আইওএস চালিত ডিভাইসে তা ব্যবহার করা যাবে না। তবে খুব শিগগিরই আইওএস ব্যবহারকারীদের জন্য 'স্টিকারড ফর ম্যাসেঞ্জার' আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্লেস্টোরে এই অ্যাপটিকে রিলিজ দেয়ার পর ১ ম্যাগাবাইট সম্পন্ন এই অ্যাপটি ইতিমধ্যে ৪.৫ রেটিং পেয়েছে।

Post a Comment