অদ্ভুতুড়ে 8:40 PM

বাংলাদেশে সক্রিয়, মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও গত এক মাসের ব্যবধানে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। তবে ভয়ানক ব্যাপার হচ্ছে মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে। তবে হঠাৎ করেই ফিরে আসা পিএসটিএন ও আইএসপি এর সংযোগের সংখ্যা বাড়ছে। তবে সে সংখ্যা অতি নগন্য, এক মাসে এই সংযোগ বেড়েছে মাত্র ৬৮০টি।

ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ!
ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ!

এই মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত মোবাইলফোন অপারটেরগুলোর নভেম্বর মাসের সিম ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকে এ ভয়ানক তথ্য পাওয়া গেছে।

অপর্দিকে, নভেম্বরে দেশে কার্যকর মোবাইল সিমের সংখ্যা ছয় লাখ ৯১ হাজার বাড়লেও মোবাইল সীমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১০ লাখ ৮৫ হাজার ২৫৫। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল সীমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১০ লাখ ৭৬ হাজার ৩৬৭। 

 
ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ!
ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ!

ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ! বাংলাদেশে সক্রিয়, মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও গত এক মাসের ব্যবধানে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী।


পরিসংখ্যান বলছে, শুধুমাত্র অক্টোবরের থেকে নভেম্বরের মধ্যে মোবাইল সীমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার কমেছে। নভেম্বর শেষে ইন্টারনেট সংযোগসহ সিমের সংখ্যা নেমে এসেছে চার কোটি ১৫ লাখ ১৩ হাজারে। অক্টোবরের শেষে এ সংখ্যা ছিল চার কোটি ২৫ লাখ ৮৯ হাজার।


ভয়ানক ব্যাপার হচ্ছে মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে। তবে হঠাৎ করেই ফিরে আসা পিএসটিএন ও আইএসপি এর সংযোগের সংখ্যা বাড়ছে। তবে সে সংখ্যা অতি নগন্য, এক মাসে এই সংযোগ বেড়েছে মাত্র ৬৮০টি।  

 

ভয়ানক ব্যাপার হচ্ছে মোবাইল ইন্টারনেটের সংযোগ কমার পাশাপাশি ওয়াইম্যাক্সের গ্রাহকও কমছে। তবে হঠাৎ করেই ফিরে আসা পিএসটিএন ও আইএসপি এর সংযোগের সংখ্যা বাড়ছে। তবে সে সংখ্যা অতি নগন্য, এক মাসে এই সংযোগ বেড়েছে মাত্র ৬৮০টি।   


 গেল মাসে নভেম্বরের শেষে দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ২৯ লাখ। অথচ মাত্র এক মাস আগেও এই সংখ্যা চার কোটি ৪০ লাখ হয়েছিল। এক মাস আগেও দুই লাখ ৫৬ হাজার ওয়াইম্যাক্স ব্যবহারকারী থাকলেও এই সংযোগ সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজারে।

ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ!
ভয়াবহ আঁকারে কমছে ইন্টারনেট ব্যবহারকারী, এক মাসে কমেছে ১১ লাখ!


প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.