আমরা ক্যাফে, মার্কেটে, পাবলিক প্লেসে Wi-Fi ব্যাবহার করে থাকি। কিন্তু Wi-Fi এর স্পীডে আমরা অনেক হতাশা। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্সের যুগান্তকারী আবিষ্কারে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। WiFi এর গতি বৃদ্ধি করে 4.60GB বা 575MBps করেছে যা আগের সর্বোচ্চ গতির চেয়ে ৫.৩ গুণ দ্রুত চলবে (পুর্বের speed ছিল 866MB বা প্রতি সেকেন্ডে 108MBps)।
স্যামসাং নেটওয়ার্ক UK এর জেনারেল ম্যানেজার পল টেম্পলটন বলেন "স্যামসাং এর এই যুগান্তকারী আবিষ্কার এর পরবর্তী প্রজন্মের ডিভাইসের জন্য উত্তেজনাপূর্ণ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে"। ডিভাইস টি ২০১৫ সালে মার্কেটে আসবে বলে আশা করা যাচ্ছে।
স্যামসাং এর বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে একটি রাউটার বক্সে সর্বাধিক নেটওয়ার্ক ব্যান্ডউইথ বাস্তবতা তুলনায় আরো বেশী তত্ত্ব রাখে।
স্যামসাং প্রযুক্তি জায়ান্টদের দাবি তাত্ত্বিক ও প্রকৃত WiFi ফাঁকা সেতুর মধ্যে 60GHz গতিতে WiFi চালানো সম্ভব।
স্যামসাং কর্তিপক্ষ বলেছে এই আবিষ্কৃত গতি সম্পর্কে একটি ধারণা দেওয়া যেতে পারে যে এক জিবির একটি সিনেমা YouTube থেকে ৩ সেকেন্ড এরও কম সময়ে ডাউনলোড করা যাবে।

Post a Comment