অদ্ভুতুড়ে 1:18 AM

কম্পিউটারের সিকিউরিটি(security) মজবুত করে নিজেকে রক্ষা করুণ! ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান্টা ক্রুজ এর ইনফরমেশন টেকনোলজি সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ক্যাম্পাসের কম্পিউটার নেটওয়ার্কে প্রতি মিনিটে প্রায় ১ হাজার বারের মত আক্রমণ করা হয়। কিন্তু কম্পিউটারের সিকিউরিটির(security) ব্যাপারে তারা বেশ সচেতন এবং জ্ঞানসম্পন্ন বলে তারা আক্রমণগুলো প্রতিরোধ করতে পারে। তাই যে কোন ধরণের কম্পিউটার সিকিউরিটি(security) বিষয়ক আক্রমণগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কম্পিউটার সিকিউরিটি(security) বিষয়ে জানা আবশ্যক। 


কম্পিউটার সিকিউরিটি(security) কি?
কম্পিউটার সিকিউরিটি হল কম্পিউটারের সিস্টেম এবং যে ডাটাগুলো স্টোর করা থাকে ও ব্যবহার করা হয় সেসব ডাটার নিরাপত্তা।

কম্পিউটার সিকিউরিটি(security) কি কি বিষয়ের উপর নির্ভর করে?
*১০% সিকিউরিটি(security) টেকনিক্যাল নির্ভর।
*৯০% সিকিউরিটি(security) নির্ভর করে ব্যবহারকারীর উপর। এর অর্থ কিভাবে কম্পিউটারের নিরাপত্তা(security) নিশ্চিত করতে হয় তা কম্পিউটার ব্যবহারকারী জানে কিনা। 

হ্যাক হওয়া কম্পিউটার দ্বারা কি কি হতে পারে?
• পাসওয়ার্ড চুরি।
• স্প্যাম এবং ফিশিং লিঙ্ক প্রেরণ।
• ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তৈরি ও বিক্রি।
• ব্যাপক আকারে ট্র্যাফিক বাড়িয়ে সিস্টেমের ক্ষতি সাধন।
• জ্ঞান, সিনেমা, সফটওয়্যার এগুলোর বেআইনি বিতরণ।
• শিশু পর্ণগ্রাফি বিতরণ।
• অন্য সিস্টেমের ক্ষতি সাধন।
• ব্যক্তিগত তথ্য ফাঁস। 

এই ধরণের কম্পিউটার সিকিউরিটি(security) নিয়ে হুমকির মুখে না পড়তে হলে কিছু বিষয় মেনে চলতে হবে। যেমন- 

শক্তিশালী এবং সহজে অনুধাবন করা যায়না এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং পাসওয়ার্ডসমূহ গোপন রাখতে হবে।
অপারেটিং সিস্টেম এবং ব্যবহারকৃত অ্যাপ্লিকেশনগুলো ট্রাস্টেড কোম্পানির কিনা এবং সম্পূর্ণ নিরাপদ ও আপডেট কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিস্পাইওয়্যার সফটওয়্যারগুলো সময়মত আপডেট এবং সিস্টেম স্ক্যান করা হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
অপরিচিত কোন লিঙ্কে প্রবেশ, অজানা মেইলে আসা অ্যাটাচমেন্ট খোলা, অপরিচিত কোন ফাইল ডাউনলোড করা ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখতে হবে।
কোথাও প্রেরিত তথ্য বা পাসওয়ার্ড যে মাধ্যম দ্বারা কারো কাছে পাঠানো হচ্ছে সে মাধ্যমটি হ্যাকারদের হাত থেকে নিরাপদ কিনা সেটি বিবেচনায় রাখতে হবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.