অদ্ভুতুড়ে 10:59 PM

প্রযুক্তি.কম - www.projuktee.com, অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ স্লোগানের মাধ্যমে এই বছরের জুলাই এর দিকে যাত্রা শুরু করে। মাত্র কয়েক মাসের মাথায় বর্তমানে প্রযুক্তি.কম এর নিয়মিত পাঠকের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রযুক্তি.কম দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আইটি পোর্টাল। সম্প্রতি প্রযুক্তি.কম এর অ্যাপস "The Projuktee V 1.1" রিলিজ পেয়েছে। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপসটি। 

দেশের সবচেয়ে জনপ্রিয় আইটি পোর্টাল প্রযুক্তি.কম এর অ্যাপস The Projuktee V 1.1
দেশের সবচেয়ে জনপ্রিয় আইটি পোর্টাল প্রযুক্তি.কম এর অ্যাপস The Projuktee V 1.1


The Projuktee V 1.1 আপসটিতে যা যা থাকছেঃ

অসাধারন এই অ্যাপসটির মাধ্যমে আপনি প্রযুক্তি সম্পর্কিত সর্বশেষ সংবাদ সহ সকল তথ্য সবার আগে আপনার মোবাইলে পৈছে যাবে। এছাড়াও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন।

এছাড়াও প্রযুক্তি সম্পর্কিত নতুন সকল ভিডিও ক্লিপসও আপনি এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন। ক্যালেন্ডার, লোকেশন থেকে শুরু করে আরও অনেক কাজই এই অ্যাপসটির মাধ্যমে করা সম্ভব।

এমনকি এই অ্যাপসটির মাধ্যমে আপনি ফেসবুক ব্রাজিং এবং ইউটিউব ব্রাউজিংও করা সম্ভব। এটি এমন একটি অ্যাপস যা আপনাকে প্রতি নিয়তই প্রযুক্তির সাথে যুক্ত রাখবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.